Heim >Web-Frontend >CSS-Tutorial >CSS-Flexbox in der Muttersprache Bengali
Wenn Sie neu bei CSS sind und schöne flexible Layouts mit reinem CSS erstellen möchten, ist es für Sie sehr wichtig, ein klares Verständnis von CSS Flexbox zu haben. Sogar beliebte CSS-Frameworks wie Bootstrap verwalten das Layout-Rastersystem über Flexbox. Wenn Sie auch mit Tailwind CSS arbeiten möchten, ist es wichtig, Flexbox zu kennen. Ich werde in diesem Artikel versuchen, auf einfache Weise einen vollständigen Überblick über diese wichtige Anzeigeeigenschaften-Flexbox von CSS 3.0 zu geben. Also fangen wir an.
CSS-Flexbox ist eine flexible Anzeigeeigenschaft. Mit Hilfe von Flexbox können wir ganz einfach das Layout, den Platz und die Ausrichtung der Artikel in einem Container entlang der x- oder y-Achse festlegen.
Das Element, auf das die display:flex-Eigenschaft angewendet wird, wird als Flex-Container bezeichnet, und die Elemente im Flex-Container werden als Flex-Elemente bezeichnet.
Ein Flexcontainer hat zwei Achsen, eine ist die Hauptachse und die andere ist die Querachse. Werfen wir einen Blick auf das Flex-Layout mit einem Bild auf einen Blick.
Wenn einem HTML-Element die Eigenschaft display:flex zugewiesen wird, wird es zu einem Flex-Container und die direkten untergeordneten Elemente des Flex-Containers werden zu Flex-Elementen. Gleichzeitig werden die flexiblen Elemente von links nach rechts positioniert.
.container{ display: flex; }
Sehen Sie sich die Abbildung unten an, um den Flex-Container zu verstehen.
Flex-Richtung:
Die Eigenschaft „flex-direction“ wird verwendet, um die Flex-Elemente entlang der x- oder y-Achse zu verschieben. Es gibt 4 mögliche Werte für die Flex-Direction-Eigenschaft. Diese sind wie folgt.
.container{ display: flex; flex-direction: row || row-reverse || column || column-reverse; }
flex-wrap:
বাই ডিফল্ট ফ্লেক্স আইটেম গুলো nowrap করা থাকে যে কারণে আইটেম গুলো একটি লাইনে দেখায়। এটির একটা সমস্যা হল ডিভাইস উইড্থ ছোট হলে যে কয়েকটা আইটেম ডিভাইস এ দেখানো সম্ভব সেগুলো দেখাবে এবং অন্য আইটেম গুলোকে শেষের দিক থেকে দেখা যাবে না কারণ সেগুলো overflow হয়ে যাবে। flex-wrap ব্যবহার করে খুব সহজেই এই বেহেভিওর পরিবর্তন করা যায়। flex-wrap প্রপার্টির ৩ ধরনের মান ব্যবহার করা যায়। এগুলো হল নিম্নরূপ।
.container{ display: flex; flex-wrap: nowrap || wrap || wrap-reverse; }
flex-flow:
flex-direction এবং flex-wrap এর শর্টহ্যান্ড হল flex-flow। প্রথমে লিখতে হবে flex-direction এবং পরে লিখতে হবে flex-wrap প্রপার্টি। flex-flow এর ডিফল্ট মান হলঃ flex-flow: row nowrap;
.container{ display: flex; flex-flow: row wrap; }
justify-content:
justify-content ব্যবহার করে ফ্লেক্স আইটেম গুলোকে প্রধান অক্ষ বরাবর সাজানো যায়। justify-content প্রপার্টির ৬ ধরনের মান ব্যবহার করা যায়। এগুলো হল নিম্নরূপ।
.container{ display: flex; justify-content: flex-start || flex-end || center || space-between || space-around || space-evenly; }
align-items:
ফ্লেক্স কন্টেইনার এর প্রত্যেকটা লাইন এর আইটেম গুলোকে উপর থেকে নিচে বরাবর align করার জন্য align-items প্রপার্টি ব্যবহার করা হয়। align-items প্রপার্টির ৫ ধরনের মান ব্যবহার করা যায়। এগুলো হল নিম্নরূপ।
.container{ display: flex; align-items: flex-start || stretch || flex-end || center || baseline; }
align-content:
ফ্লেক্স কন্টেইনার এর প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা ভাবে চিন্তা না করে একটি কন্টেন্ট হিসাবে চিন্তা করে ক্রস আক্সিস বরাবর align করার জন্য align-content ব্যবহার করা হয়। এটি অনেকটা justify-content এর মত বলতে পারেন। justify-content মেইন আক্সিস বরাবর কাজ করে অপরদিকে align-content ক্রস আক্সিস বরাবর কাজ করে। align-content প্রপার্টির ৭ ধরনের মান ব্যবহার করা যায়। এগুলো হল নিম্নরূপ।
.container{ display: flex; align-content: flex-start || flex-end || center || stretch || space-between || space-around || space-evenly; }
gap, row-gap, column-gap:
ফ্লেক্স আইটেম গুলোর মধ্যে ফাঁকা জায়গা রাখার জন্য gap প্রপার্টি ব্যবহার করা হয়।
ফ্লেক্স আইটেম গুলোর মধ্যে মেইন আক্সিস বরাবর ফাঁকা জায়গা রাখার জন্য row-gap প্রপার্টি ব্যবহার করা হয়।
ফ্লেক্স আইটেম গুলোর মধ্যে ক্রস আক্সিস বরাবর ফাঁকা জায়গা রাখার জন্য column-gap প্রপার্টি ব্যবহার করা হয়।
.container{ display: flex; gap: 24px; /* gap: 24px 30px; */ /* row-gap column-gap */ /* row-gap: 24px; */ /* column-gap: 24px; */ }
ফ্লেক্স কন্টেইনার এর সরাসরি চাইল্ড এলেমেন্ট গুলোই ফ্লেক্স আইটেম।
order:
ফ্লেক্স আইটেম গুলোর ডিফল্ট অর্ডার হিসাবে ০ থাকে। এইচটিএমএল কোড অনুযায়ী আইটেম গুলোর অর্ডার থাকে কিন্তু আলাদা করে কোন একটি আইটেম এর অর্ডার এর মান নির্ধারণ করে দিলে সেই অর্ডার অনুযায়ী আইটেম গুলো অবস্থান করবে।
.container{ display: flex; } /* অর্ডার পরিবর্তন করার কোড */ .item{ order: 2; } .item-1{ order: 1; }
flex-grow:
মেইন আক্সিস বরাবর একটি লাইনে যতগুলো আইটেম থাকে সেই আইটেম গুলো ছাড়া যদি কোন ফাঁকা জায়গা থাকে তাহলে সেই ফাঁকা জায়গা সবগুলো আইটেম এর মধ্যে সমান ভাবে ছড়িয়ে দেওয়া অথবা কোন একটি নির্দিষ্ট আইটেম এর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য flex-grow ব্যবহার হয়। সবগুলো আইটেম এর মধ্যে ফাঁকা জায়গা সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য সবগুলো আইটেম কে flex-grow: 1; দিতে হয়। এক্ষেত্রে আইটেম গুলোর উইড্থ নির্ধারণ করা থাকলেও যখন ফাঁকা জায়গা পাবে সেই ফাঁকা যায়গা নিজেদের মধ্যে নিয়ে নিবে এবং সমান ভাবে আকৃতি পরিবর্তন করবে। অথবা কোন একটি নির্দিষ্ট আইটেম কে টার্গেট করেও flex-grow অ্যাপ্লাই করা যায়। ডিফল্ট flex-grow এর মান থাকে ০।
display: flex; } .item-3{ flex-grow: 1; }
flex-shrink:
flex-shrink ঠিক flex-grow এর উল্টো। ব্রাউজার উইন্ডো ছোট করার সাথে সাথে আইটেম গুলো shrink করবে কিনা সেটা নির্ভর করে flex-shrink এর উপর। ডিফল্ট মান থাকে ১ যার কারণে আইটেম গুলো shrink করে কিন্তু shrink এর মান ০ করে দিলে রেস্পন্সিভনেস থাকবে না এবং আইটেম গুলো ব্রাউজার উইন্ডো এর বাহিরে চলে যাবে।
.item-1 { flex-shrink: 0; /* ডিফল্ট 1 */ }
flex-basis:
flex-basis হল কোন একটি আইটেম এর মিনিমাম কত উইড্থ হবে সেইটা নির্ধারণ করে দেওয়া। এটা অনেকটা min-width প্রপার্টি এর মত কিন্তু flex-basis এর সবচেয়ে বড় সুবিধা হল ব্রাউজার উইন্ডো উইড্থ যদি আইটেম গুলোর flex-basis এর মোট মানের তুলনায় ছোট হয় তাহলে আইটেম overflow না হয়ে রেস্পন্সিভলি উইড্থ টা কমিয়ে নিবে।
.item { flex-basis: 500px; /* ডিফল্ট auto */ }
flex:
flex-grow, flex-shrink এবং flex-basis একসাথে লেখার জন্য আমরা flex শর্টহ্যান্ড টা ব্যবহার করতে পারি।
.item { flex: flex-grow flex-shrink flex-basis; }
align-self:
align-self প্রপার্টি ব্যবহার করে কোন একটা নির্দিষ্ট ফ্লেক্স আইটেম এর ডিফল্ট এলাইনমেন্ট ওভাররাইড করা যায়। align-items এর মতো align-self এ একয় রকম মান (stretch, center, flex-start, flex-end, baseline) ব্যবহার করা যায় এবং একই লজিক এ কাজ করে। তবে align-self এর ডিফল্ট মান হল auto।
.item-2 { align-self: auto || flex-start || flex-end || center || baseline || stretch; }
Das obige ist der detaillierte Inhalt vonCSS-Flexbox in der Muttersprache Bengali. Für weitere Informationen folgen Sie bitte anderen verwandten Artikeln auf der PHP chinesischen Website!